ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৬ নভেম্বর ২০২৫  
কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আরো ১৫ জনকে আটক করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একাধিক টিম অভিযানে নামে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি মাহিনুল ইসলাম জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে তারা অভিযান চালান। আটক নেতাকর্মীদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যানার, লাঠি ও নাশকতার সরঞ্জাম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদের শনাক্ত করার কাজও চলছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়