ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ নভেম্বর ২০২৫  
বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আগুনে মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘‘সকালে আমি নামফলকে আগুনের কালি দেখতে পাই। এতে নিশ্চিত হই, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল।’’ 

আরো পড়ুন:

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভিতরে এসে ঘুমিয়ে পড়ে। ওই সময় আগুন লাগানো হয়। 

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘‘মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’ 

অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়