ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৩, ১৭ নভেম্বর ২০২৫
কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

মাদক কারবারে বাধা দেওয়ায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। সোমবার (১৭ নভেম্বর) সকালে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকে পলাতক। তিনি নিহত রাহেলা বেগমের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ সকালে তিনি বাড়িতে মাদক নিয়ে ঢোকার চেষ্টা করেন। তাকে বাধা দেন ছোট ভাই কামাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বিল্লাল তার মা রাহেলা বেগমকেও কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় হত্যাকাণ্ড। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধও চলছিল।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়