আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আশুলিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মিনিবাস
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে এ নাশকতা করা হয়। আগুনে বাসের ভেতরের আসনগুলো পুড়ে গেছে।
ওই বাসের চালক মো. পিন্টু জানিয়েছেন, গতকাল রবিবার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহনের মিনিবাসটি দাঁড় করিয়ে রাখা হয়। ভোর ৪টার দিকে চালকের সহকারী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওয়াশরুমে যান। ভোর পৌনে ৫টার দিকে তিনি ফিরে এসে বাসে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, আগুনে সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। ২ লাখ টাকার মতো ক্ষতি হইছে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশও আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেছেন, বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই এলাকায় আমাদের টহল টিম ছিল। তারা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/সাব্বির/রফিক