নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালী সদর ও কবিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪ জন। সোমবার (১৭ নভেম্বর) মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে ও কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার পাংশী গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার (৪৮) ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরোয়ার মেঘনা গ্রুপে আর এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কবিরহাটের উদ্দেশে রওয়ানা দেয়। কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে সোনাপুরগামী একটি ট্রেনিং কারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ‘‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রেনিং কার ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সুজন/রাজীব