ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রায় ঘোষণার আগে–পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৬, ১৭ নভেম্বর ২০২৫
রায় ঘোষণার আগে–পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে।

এ রায় ঘোষণার পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (১৭ নভেম্বর) বেলা আড়াটার দিকে শেখ রাসেল শিশু পার্কের সামনে বিক্ষোভ মিছিল বের করেন তারা। প্রায় বিশ মিনিটের মতো সড়কে অবস্থানের পর রাস্তার ওপর আগুন ধরিয়ে তারা পালিয়ে যান। তবে, বর্তমানে টুঙ্গিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়া, গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। পরে মহাসড়কে কাঠ-পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যান।

এর আগে, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন ও পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এছাড়া, সদর উপজেলার ৭ মার্চ চত্বরের উল্টো দিকে ফসলের মাঠে মধ্যে কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে।

স্থানীয়রা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মহাসড়কের পাশে রাখা গাছের গুড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে কিছু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।’’

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে টহল।

শেখ হাসিনার ফাঁসির রায়ের পর জেলা শহরে একপ্রকার নিস্তব্ধতা নিয়ে আসে। প্রায় ফাঁকা হয়ে যায় সড়ক। এ রায়ের বিষয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়