গাজীপুরে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মিছিল
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল করা হয়।
গাজীপুর-৫ আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ নতুন ব্যাংকের মোড় থেকে মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মোয়াজ্জেম হোসেন আকন্দ মোমেন, ইয়াসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জাকির হোসেন, রাশিদুল হাসান রিপন, যুবদল নেতা ইমরুল কায়েস প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন।
নেতারা বলেন, ‘‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে।’’
তারা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আরো বলেন, ‘‘গাজীপুর-৫ আসনে পরিবর্তনের পক্ষে জনতার ঢেউ তৈরি হয়েছে।’’
ঢাকা/রফিক/বকুল