কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে টাকা দাবি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৬ নভেম্বর) রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ওই মুঠোফোন নম্বরে খোলা হোয়াটসঅ্যাপ থেকে টাকা চাওয়া হচ্ছে।
কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সবার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের অফিসিয়াল মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর (+8801715468646) ক্লোন করা হয়েছে। দাপ্তরিক নম্বরটি থেকে বিভ্রান্তিকর ফোনকল বা মেসেজের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব