দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচারকে দেখতে চায় না: চাকসু ভিপি
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি মো. ইব্রাহীম হোসেন রনি বলেছেন, “আর কোন নব্য স্বৈরাচারকে দেশের মানুষ দেখতে চায় না। আবার যদি কেউ ফ্যাসিবাদী আওয়ামী লীগের মত আচরণ করে, তাদেরও জনগণ ফুল স্টফ দেখাবে। ফলে স্বাধীন এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজীকে ক্ষমতায় দেখতে চায় না। এ দেশকে নিয়ে যারা নতুন করে ষড়যন্ত্র করছে, তারা সাবধান হয়ে যান।”
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সদর ও নলডাঙ্গা উপজেলা সর্বস্তুরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরসহ সব হত্যাযজ্ঞের বিচার করতে হবে। সব গুম ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। গুম, খুন, হত্যাসহ সব অন্যায়ের বিচার করতে হবে। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে পানি দেখতে চাই না।”
তিনি আরো বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পূনর্বাসন করতে হবে। কিন্তু সরকার কাদের ইশারায় এখনো তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্তবর্তী সরকারকে এখনো রিভিউ করার সুযোগ আছে। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আশা করি।”
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জামায়াত মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
নাটোর জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা উপজেলা আমির মো. আব্দুর রব মৃধা প্রমুখ।
ঢাকা/আরিফুল/মেহেদী