ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:২৫, ১৮ নভেম্বর ২০২৫
টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম

টঙ্গী বাজার এলাকায় মঙ্গলবার ভোরে একটি গুদামে আগুন লাগে

গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় আগুন লেগে চট ও প্লাস্টিক বস্তা রাখার একটি গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে টঙ্গী বাজারে চট ও প্লাস্টিকের বস্তা রাখার গুদামে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকালে টঙ্গী বাজার এলাকায় চট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ আহত হননি। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়