ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ নভেম্বর ২০২৫  
ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি

রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা মানববন্ধন করেন।

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের বিভিন্ন ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের আলোকা মোড় এলাকায় এ মানববন্ধন করেন রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বলেন, খসড়া আইনে প্রস্তাবিত ১০ লাখ টাকা জামানত ও বিটুবি, অর্থাৎ এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে চরম সংকটে ফেলবে। এতে ব্যবসা পরিচালনা কঠিন হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির পথ সংকুচিত হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা নতুন খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানান। কর্মসূচিতে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি সুলতানা পারভীন প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়