অপসোনিনের চাকরিহারা ৪৪৪ জন অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশালে অপসোনিন ফার্মাসিটিক্যালসের স্টোরিপ্যাক বিভাগের চাকরিহারা ৪৪৪ শ্রমিক বহিরাগতদের সঙ্গ নিয়ে অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনায় অপসোনিন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, শ্রম আইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। এর মধ্যে, ৫০ ভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন। কিন্তু, তবু চাকরিহারা শ্রমিকরা বহিরাগতদের সঙ্গ নিয়ে কারখানার অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন। এতে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। যেহেতু ডেঙ্গুর বিস্তার বেড়েছে, তাই উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দেবে।
চাকরিচ্যুত শ্রমিকরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে গত ১৮ দিন ধরে তারা আন্দোলন করে আসছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
কাজে যোগ দিতে আসা শ্রমিকরা জানান, সকালে কারখানায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় যাদের চাকরি আছে তারা যেন কাজের সুযোগ পায়, সেই দাবি জানান তারা।
ঢাকা/পলাশ/রাজীব