পদ্মায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৬০) ও একই গ্রামের মৃত শরাফত হোসেনের ছেলে মৃত মামুন হোসেন (২৭)।
প্রাণে বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, ‘‘আব্দুর রশিদ ও মামুন জমিতে আখ লাগানোর জন্য প্রতিদিন চড়ে যেতেন। মঙ্গলবার চারজন ছোট ডোঙ্গা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম। হঠাৎ নৌকাটি কাত হয়ে ডুবে যায়। এ সময় সবাই প্রাণ বাঁচানোর চেষ্টা করি। কিছু সময় পরে পায়ের নীচে মাটি অনুভব করি এবং তীরে উঠে জ্ঞান হারিয়ে ফেলি।’’
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, ‘‘আমরা নদী পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। ওদের পরেই আমরা যেতাম। কিন্তু, নৌকাটি কিছুদূর যেতেই ডুবে যায়।’’
ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার পদ্মায় নৌকা ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/কাঞ্চন/রাজীব