ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ৩ নারী ইউপি সদস্য

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৮ নভেম্বর ২০২৫  
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ৩ নারী ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত তিন নারী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে তার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ওই তিন ইউপি সদস্য।

তারা হলেন—শিল্পী আক্তার (সংরক্ষিত মহিলা সদস্য ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড), খাদিজা (সংরক্ষিত মহিলা সদস্য ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ও সুলতানা পারভীন (সংরক্ষিত মহিলা সদস্য ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)।

যোগদান অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার সময়েও বিএনপির প্রতি জনগণের আস্থা আগের তুলনায় আরো বেড়েছে। 

তিনি তিন নারী ইউপি সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, “স্থানীয় সরকারের অভিজ্ঞ ও সৎ প্রতিনিধিদের সম্পৃক্ততা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্ত ভিত দেবে। এতে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান আরো সুদৃঢ় হবে।”

সদ্য বিএনপিতে যোগ দেওয়া নারীরা জানিয়েছেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বৈষম্য, অনিয়ম এবং রাজনৈতিক পরিবেশে মতপ্রকাশের সীমাবদ্ধতা তাদের বিকল্প পথের কথা ভাবতে বাধ্য করেছে। এসব কারণেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়