ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৯ নভেম্বর ২০২৫  
বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: দীপেন দেওয়ান

মতবিনিময় সভায় নেতা-কর্মীদের সাথে অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, “পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছি ধানের শীষের প্রতি মানুষের যে সমর্থন পাওয়া যাচ্ছে তা অকল্পনীয়।”

তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ৩১ দফা নিয়ে জনগণের অনেক আগ্রহ রয়েছে। জনগণকে সাথে নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে পর্যটন কমপ্লেক্সের অডিটোরিয়ামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ১০ উপজেলা এবং পৌরসভা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সুশোভন দেওয়ান আগা, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, আলী বাবর, দেবজ্যোতি চাকমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/শংকর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়