ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ দোকানকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৬, ১৯ নভেম্বর ২০২৫
হিলিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ দোকানকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুর (হিলি) বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি দোকানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান ও খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্র তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও বিক্রির পাশাপাশি মূল্য তালিকা না রাখার প্রমাণ পাওয়ায় ছয়টি দোকানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেছেন, ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্য তালিকা প্রদর্শন না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা হচ্ছে।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়