ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সখীপুরে মেয়েকে হত্যার পর নিজেকে শেষ করলেন মা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৯, ১৯ নভেম্বর ২০২৫
সখীপুরে মেয়েকে হত্যার পর নিজেকে শেষ করলেন মা

ফাইল ফটো

টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী মেয়ে সাজেদা আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যার পর মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। একইসঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ মেয়ে সাজেদাকে নিয়েও তিনি চরম মানসিক ও শারীরিক চাপে ছিলেন। এর জেরে, মঙ্গলবার রাতে তিনি প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘বুধবার দুপুরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনই অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপে মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়