ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:০৫, ২০ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

মুন্সীগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেয়ারা বেগম (৫০) নামে আরেকজন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা মেলায় কাপড় কিনতে আসেন। মেলা এলাকার কাছে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়