ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাগমারী সম্মেলনে স্বাধীনতার বীজ বপন করেছিলেন ভাসানী: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:০৫, ২০ নভেম্বর ২০২৫
কাগমারী সম্মেলনে স্বাধীনতার বীজ বপন করেছিলেন ভাসানী: সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘কাগমারী সম্মেলনের মাধ্যমে মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’’

বুধবার (১৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের পিচুরিয়ায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, ‘‘মওলানা ভাসানী জিয়াউর রহমানকে দোয়া করেছিলেন। সবাইকে বলেছিলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক ও সৎ মানুষ। তার দলে যোগ দিতে সবাইকে নির্দেশ দিয়েছিলেন।’’

তিনি বলেন, ‘‘মওলানা ভাসানী সব সময় মানুষের অধিকারে কাজ করেছেন। তিনি ছিলেন জনগণের পক্ষে।’’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়