ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় একই মাঠে বিএনপির ২ পক্ষের কর্মসূচি, প্রশাসন সতর্ক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫০, ২০ নভেম্বর ২০২৫
কুমিল্লায় একই মাঠে বিএনপির ২ পক্ষের কর্মসূচি, প্রশাসন সতর্ক

কুমিল্লা টাউন হল মাঠ।

কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করলেও দুই পক্ষই এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। প্রশাসন পৃথক সময় বা পৃথক ভেন্যুর প্রস্তাব দিলেও কেউ তা মানতে রাজি নয়।

বুধবার (১৯ নভেম্বর) রাতে মাঠ ঘুরে দেখা যায় কুমিল্লা সদর আসনের মনোনয়ন বঞ্চিত হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ সকাল থেকেই মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা আয়োজনের কাজ করছে। অন্যদিকে কুমিল্লা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী গ্রুপটিও মাঠের বিপরীত পাশে আলাদা মঞ্চ নির্মাণে ব্যস্ত এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে। এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় দোয়া মাহফিল এবং বেলা ২টায় জনসভা একই মাঠে দুই পক্ষের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। দুই পক্ষই টাউন হল মাঠ বরাদ্দের আবেদন করেছে, তবে সমঝোতার কোনো লক্ষণ নেই।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, “দুই পক্ষকেই আমরা পৃথক সময়ে বা পৃথক ভেন্যুতে কর্মসূচি করার প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা এখনো সিদ্ধান্তে আসেননি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

প্রশাসনের পক্ষ থেকেও দুই গ্রুপকে সমন্বিতভাবে শান্তিপূর্ণ সমাবেশের আহ্বান জানানো হয়েছে।

৩ নভেম্বর কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করার পর থেকেই মনোনয়নপ্রত্যাশী আমিন–উর–রশিদের সমর্থকেরা টানা ১২ দিন কর্মসূচি পালন করে আসছেন। এখন বৃহস্পতিাবারের কর্মসূচিকে কেন্দ্র করে দুই দিকের অবস্থান আরো কঠোর হয়ে উঠেছে।

ঢাকা/রুবেল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়