ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেলাধুলা শুধু বিনোদন নয়, সুস্থ জীবনের অন্যতম মাধ্যম: আসিফ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩০, ২০ নভেম্বর ২০২৫
খেলাধুলা শুধু বিনোদন নয়, সুস্থ জীবনের অন্যতম মাধ্যম: আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘‘খেলাধুলা শুধু বিনোদন নয়। বরং তরুণদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সুস্থ জীবনের অন্যতম মাধ্যম।’’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, “আমরা চাই, আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় ফিরে আসুক। তরুণ প্রজন্ম, আপকামিং প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম—সবাইকে বড়দের আদেশ, উপদেশ ও পরামর্শ গ্রহণ করতে হবে। নিজেদের জীবনে পরিবর্তন আনাটা নিজেদের দায়িত্ব।”

তিনি আরো বলেন, “নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশকে প্রমোট করতে হলে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের সঙ্গে আছি।”

ঢাকা/হিমেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়