গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় কনক লতা মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। কনক লতা গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, কনক লতা গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ঢাকা/বাদল/রফিক