ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে বাংলাদেশে এসে ফের ভারতে ঢোকার চেষ্টা, বৃদ্ধা আটক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২০ নভেম্বর ২০২৫  
অবৈধভাবে বাংলাদেশে এসে ফের ভারতে ঢোকার চেষ্টা, বৃদ্ধা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসে ফের ভারতে ঢোকার চেষ্টার সময় সায়েদা বেগম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি বলেন, ‘‘বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রানীনগর সীমান্তের ২৯৮/৬ এস পিলারের কাছ থেকে ওই নারীকে আটক করা হয়। তিনি ভারতের জয়পুর জেলার ট্রিপোলিয়া থানার দেবদাস নগর গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী। অবৈধভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়