কুমিল্লা-৬: বিএনপির ২ পক্ষের কর্মসূচি ঘিরে পুলিশ মোতায়েন
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী দুই নেতার পক্ষে একই স্থানে সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।
এ অবস্থায় সংঘাতের আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুই পক্ষকে আলাদাভাবে মাঠের বাইরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি টাউন হলের মূল ফটক ও আশেপাশের এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন।
গত ৩ নভেম্বর কুমিল্লা–৬ আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদ ইয়াছিনের সমর্থকরা টানা ১২দিন ধরে কর্মসূচি পালন করে আসছেন।
বৃহস্পতিাবার (২০ নভেম্বরের) কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের অবস্থান আরো কঠোর হয়েছে। আজ সকাল থেকে টাউন মাঠে প্রবেশের মূল ফটক বন্ধ করে সমাবেশের সব কার্যক্রম নিষিদ্ধ করে সাধারণ মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৯ নভেম্বর) মাঠ ঘুরে দেখা যায়, কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন গ্রুপ মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা আয়োজনে কাজ করছে। অন্যদিকে, কুমিল্লা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর গ্রুপ মাঠের বিপরীত পাশে আলাদা মঞ্চ নির্মাণে ব্যস্ত এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
তিনি বলেন, “দুই পক্ষকেই আমরা পৃথক সময়ে বা পৃথক ভেন্যুতে কর্মসূচি করার প্রস্তাব দিয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
ঢাকা/রুবেল/মাসুদ