ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৯, ২০ নভেম্বর ২০২৫
‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে

আবুল সরকারের শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করা হয়

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে এক বাউল শিল্পীকে আটক করে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই শিল্পীর বিচার দাবিতে মানববন্ধন করেছেন আলেম-ওলামারা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।

মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে ডিবি।

এদিকে, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে মুফতি আরিফুল ইসলাম বলেছেন, “১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন আবুল সরকার। আমরা জেনেছি, তিনি ডিবি হেফাজতে আছেন। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি।”

হেফাজত ইসলামের জেলা কমিটির আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী।

ঢাকা/চন্দন/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়