ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমারখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩৬, ২১ নভেম্বর ২০২৫
কুমারখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ নাশকতা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  

তবে, আগুনে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেছেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার করি। তখন পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

তিনি জানান, বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল বলেছেন, নৈশপ্রহরী ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে, এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়