ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে মসজিদে যাওয়ার পথে সদর উপজেলায় গাড়ির ধাক্কায় পুকুরের পানিতে পড়ে রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী (৬৭) এবং গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা শহরে মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) মারা যান।
পুলিশ জানায়, আজ ভোরে সদর উপজেলার কোদালিয়া গ্রামের মধু মুন্সী মসজিদে যাচ্ছিলেন। একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। পুকুরে ডুবে তিনি মারা যান। মধু মুন্সী একই গ্রামের মৃত মুন্সী আজিজুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী মাফিজুর রহমান টুকু বলেন, “ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল আমার ভাই। গাড়ির ধাক্কায় সে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। সকাল ৭টার দিকে তার মরদেহ পানিতে ভেসে ওঠে। স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।”
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
এদিকে, জেলার শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোর মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। শৈলকুপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম তার বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ