ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল-অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৬, ২২ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল-অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ৪

পুলিশ হেফাজতে গ্রেপ্তারকৃত ৪ ব্যক্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহে বাসভবনের গেইটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২০ নভেম্বর (বুধবার) দিবাগত রাত আনুমানিক ৩টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “হামলার ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান শুরু হয়। এ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।

অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে উম্মা উসওয়াতুন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়