ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁ-২ আসন

জামায়াতের এমপি পদপ্রার্থীর ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫২, ২২ নভেম্বর ২০২৫
জামায়াতের এমপি পদপ্রার্থীর ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন

জামায়াতের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের মোটরসাইকেল শোডাউন

নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নজিপুর হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা।

শোভাযাত্রাটি ঠুকনিপাড়া, নজিপুর বাসস্ট্যান্ড, শিবপুর বাজার, মধইল, আগ্রাদ্বিগুণ, আমইতাড়া, ধামইরহাট, মঙ্গলবাড়ি, শাহাপুর, ফতেপুর রোডে ঘুরে পুনরায় নজিপুর পাবলিক মাঠে এসে শেষ হয়।
আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীরের দায়িত্বে আছেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক বলেন, “অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-২ (পত্নীতলা-ধামইরহাট) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।”

তিনি আরো বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।”

ঢাকা/কেএন/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়