ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বৃদ্ধের চোখ উপড়ানো ও কান কাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ০১:৩০, ২৩ নভেম্বর ২০২৫
বগুড়ায় বৃদ্ধের চোখ উপড়ানো ও কান কাটা লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের দুইদিন পর নুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীর থেকে ডান চোখ উপড়ানো এবং বাম কান কাটা ছিল।

শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন:

নিহত নুরুল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন তালুকদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তার ছেলে ইমদাদুল হক এ বিষয়ে ধুনট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। খবার পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ধুনট থানা পুলিশ।

কিন্তু ঘটনাস্থলের সীমানা শেরপুরের হওয়ায় সেটি শেরপুর থানা পুলিশকে বুঝিয়ে দেয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, “নুরুলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল তার ভাই-ভাতিজাদের। এ নিয়ে মামলাও চলছিল। গত বৃহস্পতিবার এলাকায় পুলিশ এলে নুরুল সন্ধ্যা সাড়ে ৭টায় পালিয়ে যায়। এরপর থেকেই নুরুল নিখোঁজ ছিল। আজ তার লাশ পাওয়া।” জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।” এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঢাকা/এনাম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়