ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২২ নভেম্বর ২০২৫  
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারী এবং মেরিনড্রাইভ সড়কে থেকে আরো একজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন, মিয়ানমারের মংডু পেরাম-প্রু এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. ইব্রাহিম (১৮), সোয়েজার এলাকার নবী হোসেনের ছেলে মোহাম্মদ জোনায়েদ (১৫), টেকনাফের কেরনতলী এলাকার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো. আরিফ (২৫)।

আরো পড়ুন:

শনিবার (২২ নভেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার দিক থেকে সাঁতার দিয়ে আসা দুই ব্যক্তিকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে টহল দল। পরে নৌ-পেট্রোল ক্রাফট দ্রুত অ্যাকশনে গেলে জালিয়ার দ্বীপের কাছাকাছি নদী অংশে ৯৪ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।”

তিনি বলেন, “ওই রাতে টেকনাফ মেরিন ড্রাইভের হাবিরছড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশিতে ১২০ পিস ইয়াবাসহ আরো একজনকে আটক করে বিজিবি।”

এ চারজনকে আটক এবং ৯৪ হাজার ইয়াবা জব্দ করার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়