ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনের ভেতর পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:৪০, ২৫ নভেম্বর ২০২৫
ট্রেনের ভেতর পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা 

পীরগঞ্জে ট্রেনে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে

ঠাকুরগাঁওয়ে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নারকেল বিক্রেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার নাম জানা যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত আল আমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে। 

আরো পড়ুন:

পীরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারিকেল বিক্রেতার সঙ্গে পপকর্ন বিক্রেতা আল আমিনের বিবাদ হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন নারকেল বিক্রেতা। স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়