ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:২৭, ২৫ নভেম্বর ২০২৫
নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন

ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল (৬) নামে এক শিশুকে হত্যার পরে ধান ক্ষেতে পুঁতে রাখার অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- নিহত শিশুর মায়ের সাবেক স্বামী আলাউদ্দিন (৪০) এবং আবদুল্লাহ হাসান আল মামুন (৩৫)।

নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, শত্রুতার জেরে ২০২১ সালের ২ এপ্রিল উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের শিশু আশরাফুলকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয় আসামিরা। তাকে ধানক্ষেতে নিয়ে হত্যার পর মরদেহ মাটি খুঁড়ে পুঁতে রাখেন আসামিরা। তিনদিন পর ধান ক্ষেতে অর্ধগলিত শিশুর লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের বাবা আবুল কাশেম। তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় আবুল কাশেম ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা করেন। 

পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামিদের গ্রেপ্তার করে। নিহত শিশুর মায়ের সাবেক স্বামী আলাউদ্দিন ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন স্বীকোরোক্তি মূলক জবানবন্দি দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ শুনানী শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদল্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট মীর হোসেন।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়