বগুড়ায় গলা কাটা ২ শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শাজাহানপুরের একটি বাড়ি থেকে দুই শিশুর গলা কাটা ও তাদের মায়ের ওড়না দিয়ে গলা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খৈলশাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- একই গ্রামের শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা ও তাদের মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ফুফু আলপনা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী শাহদতের সঙ্গে সাদিয়ার ঝগড়া লেগেই থাকত। শাহাদত গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল রাতে এবং আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।
বগুড়ার অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, “আমরা ঘরের মধ্যে তিনটি লাশ পেয়েছি। দুই শিশুর গলা কাটা ছিল। তাদের মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাদের লাশ খাটের ওপর ছিল। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনো পরিষ্কার না। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, নিহতের স্বামী শাহাদাত ঘরের ভেতরে তাদের লাশ দেখার পর অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনার মূল রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে।”
ঢাকা/এনাম/মাসুদ