ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝামেলা ছাড়াই নির্বাচন হবে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৮, ২৫ নভেম্বর ২০২৫
ঝামেলা ছাড়াই নির্বাচন হবে: ফখরুল

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

বাংলাদেশ গণতন্ত্র উত্তোরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আরো পড়ুন:

বিএনপির ভেতরে কোন্দলের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, ধলেশ্বরী নদীর মতো। একেকটা সিটে ৪ জন ৫ করে প্রার্থী আছে। সেই হিসেবে কিছুটা কোন্দল হওয়াটা স্বাভাবিক। এতে বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।’’ 

জেলার বিজ্ঞ আইনজীবীরা মতবিনিময় সভায় অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল প্রমুখ। 
 

ঢাকা/হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়