ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যার পর মুখ পোড়া‌নো ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৫
হত্যার পর মুখ পোড়া‌নো ব্যক্তির লাশ উদ্ধার

হত্যার পর নিহত ব্যক্তির মুখ আগুনে পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে এমনটি ধারণা করছে পুলিশ

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত্যার পর আগুনে মুখ পুড়িয়ে দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার ক‌রেছে পুলিশ। বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে উপজেলার ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া এলাকার ধা‌নের মাঠ থে‌কে মরদেহটি উদ্ধার হয়। 

পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে গে‌ছে সন্ত্রাসীরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৪০ বছরের বেশি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, “ধারণা কর‌ছি, হত্যার পর ওই ব্যক্তির মুখ আগুনে পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিচয় এখ‌নো শনাক্ত হয়‌নি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়