‘জান্নাতের টিকিট বিক্রি’র বক্তব্য নিয়ে জামায়াত নেতার চ্যালেঞ্জ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
‘জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকিট বিক্রি করছে’-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ৮নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সেখানে হাবিবের উদ্দেশ্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আপনি সাহাপুরে কর্মী সমাবেশে বক্তব্য দিয়েছেন, জামায়াতের মহিলারা বাড়িতে বাড়িতে যায় আর জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বোনেরা কার বাড়িতে, কোথায়, কোনদিন, কার কাছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে তা প্রমাণ করতে হবে। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। আমার বোনেরা এই ধরনের অমূলক কথা বার্তা বলে না।”
তিনি আরো বলেন, “'আমরা পরিষ্কার বলতে চাই, এই ধরণের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জামায়াতে ইসলামীকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। আমি আরেকটু বলতে চাই, এই বক্তব্য তাকে (হাবিব) প্রত্যাহার করতে হবে। যদি আপনি প্রত্যাহার না করেন তাহলে আগামীতে এর জবাব জনগণ ঈশ্বরদী-আটঘরিয়াবাসী দিবে ইনশাআল্লাহ।”
আবু তালেব মন্ডল বলেন, “জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার।”
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান।
পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আর জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল তালেব মন্ডল।
গত শনিবার (২২ নভেম্বর) ঈশ্বরদী উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব তার বক্তব্য দিতে গিয়ে বলেন, “জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের ভুয়া টিকিট বিক্রি’ করছে।”
বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগাণ্ডা উল্লেখ করে তা প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঢাকা/শাহীন/এস