ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালাবদ্ধ গ্যারেজ আটকা যুবককে ১২ ঘণ্টা পর উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৭ নভেম্বর ২০২৫
তালাবদ্ধ গ্যারেজ আটকা যুবককে ১২ ঘণ্টা পর উদ্ধার

গ্যারেজের তালা ভেঙে রিফাতকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা

মুন্সীগঞ্জ শহরে নিজের মোটরবাইক গ্যারেজের ভেতর আটকে পড়া যুবক মো. রিফাতকে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের ইদ্রাকপুর এলাকার গ্যারেজের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাতে তাকে ভেতরে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মচারীরা।

রিফাত ইদ্রাকপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রিফাত গ্যারেজের ভেতর ঘুমিয়ে পড়েন। কর্মচারীরা বাইরে থেকে গ্যারেজে তালা লাগিয়ে বাড়ি চলে যান। সকালে গ্যারেজ খুললে রিফাত বাড়ি ফিরতেন। আজ সকালে কর্মচারীরা গ্যারেজ খোলেননি। ফলে রিফাতের খোঁজে পরিবারের লোকজন গ্যারেজের সামনে আসেন। তারা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। 

তিনি আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা গ্যারেজের তালা ভেঙে রিফাতকে উদ্ধার করেন। রাতে ঘুমানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলের। তাকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়