বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার বেতাগীতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মহসিন কাজি (৪৫) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে পাশের ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করেন মহসিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/ইমরান/রাজীব