ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় স্ত্রী-সন্তান নিহ‌তের ঘটনায় সেনা সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৭ নভেম্বর ২০২৫  
বগুড়ায় স্ত্রী-সন্তান নিহ‌তের ঘটনায় সেনা সদস্য গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে দুই শিশু ও তাদের মা‌য়ের লাশ উদ্ধা‌রের ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। 

বুধবার (২৬ নভেম্বর) রাতে নিহত সাদিয়া মুস্তারিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদত হোসেন এবং অজ্ঞাত ২-৩ জন‌কে আসামি করা হয়েছে। এ মামলায় শাহাদতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপ‌জেলার খলিশাকান্দি দহপাড়ার একটি টিনশেড ঘর থেকে সাদিয়া মোস্তারিম (২২), তার তিন বছরের মেয়ে সাইফা এবং সাত মাসের ছেলে সাইফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তিনি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন শাহাদাত।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, দুই শিশুর গলায় কাটা দাগ ছিল। সাদিয়ার গলায় একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। 

এ বিষয়ে সেনা সদস্য শাহাদাতের কর্মস্থল ময়মনসিংহ সেনানিবাস এবং নিকটবর্তী মাঝিড়া সেনানিবাসকে অবহিত করা হয়েছে। এরপর তাকে আদালতে চালান করা হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়