ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মজিবুরের জন্য মনোনয়ন চেয়ে শোভাযাত্রায় হাজারো নারী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:০১, ২৭ নভেম্বর ২০২৫
গাজীপুরে মজিবুরের জন্য মনোনয়ন চেয়ে শোভাযাত্রায় হাজারো নারী

মজিবুর রহমানকে দলীয় প্রার্থী করার দাবিতে ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা করে নারীরা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে দলীয় প্রার্থী করার দাবিতে ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা করেন কালিয়াকৈর উপজেলা ও পৌর মহিলা দল।

গাজীপুর-১ আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মজিবুর রহমান এ আসনের দলের মনোনয়ন পেতে চাচ্ছেন। 

আরো পড়ুন:

নারীদের ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মজিবুর রহমান। শোভাযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নারী অংশ নেয়। 

এ সময় মজিবুর রহমান বলেন, ‘‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চালু করেন। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তিনি আপনাদের সামনে থেকে সংগ্রাম করেছেন। দেশনেত্রীসহ অনেক নারীদের গ্রেপ্তার করে জেলখানায় ভরে রেখেছিল। তারপরও আমাদের দেশনেত্রী অন্যায়ের সঙ্গে আপস করেননি।’’

তিনি আরো বলেন, ‘‘যখনই আমার দুঃসময় এসেছে, তখনই মা-বোনেরা আমার পাশে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনেও আমার মা-বোনেরা আমার পাশে থাকবে। আমি মনোনয়ন পেলে গাজীপুর-১ আসনে আমাকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেবে।’’

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়