ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে মিলল ১৬৬ কেজির ভোল মাছ, ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:২২, ২৮ নভেম্বর ২০২৫
সাগরে মিলল ১৬৬ কেজির ভোল মাছ, ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে জেলের জালে ১৬৬ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। এটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর ঘাটে সাইফুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। 

সাইফুল ইসলাম বলেছেন, “বৃহস্পতিবার ভোরে ৬ মাঝি-মাল্লা সাগরে জাল ফেললে মাছটি আটকা পড়ে। বড় আকারের মাছ পেয়ে সবাই খুশি হয়ে দ্রুত ঘাটে ফিরে আসি। পরে শামলাপুর লামার বাজার আড়তে মাছটি তুলে ২ লাখ টাকা দাম চাই। দর কষাকষির পর স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনেন। 

ব্যবসায়ী আবদুল করিম সওদাগর বলেছেন, “মাছটি কেটে কেজি দরে বিক্রি করার ইচ্ছা আছে। দেখা যাক, কী হয়।”

মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেছেন, “এই প্রজাতির মাছ ওজনে প্রায় ৪০০ কেজি পর্যন্ত হয়। মাছগুলো খেতে সুস্বাদু। তাই, দামও একটু বেশি।”

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়