শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তীব্র শীতে কাঁপছে দিনাজপুর। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ।
তিনি আরো জানান, শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় (পঞ্চগড়) ১৩.৫, সৈয়দপুরে ১৫.১, ডিমলায় (নীলফামারী) ১৬.৫, বগুড়ায় ১৬.৪, ঈশ্বরদীতে (পাবনা) ১৪.৫, রাজশাহীতে ১৪.৬, রাজারহাটে (কুড়িগ্রাম) ১৫.০, বদলগাছিতে (নওগাঁ) ১৪.০, চুয়াডাঙ্গায় ১৪.৮ এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকা/মোসলেম/রফিক