‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার তরুণদের ভাতা দেওয়া হবে’
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এ বি এম মোশাররফ হোসেন। ছবি: রাইজিংবিডি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। সেই সঙ্গে বেকার তরুণদের বেকার ভাতা দেওয়া হবে।’’
তিনি বলেন, ‘‘বিগত দিনে নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়া ব্যাপক ভূমিকা রেখেছেন, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।’’
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মোশাররফ হোসেন এসব কথা বলেন।
চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।
ঢাকা/ইমরান/রাজীব