ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৮ নভেম্বর ২০২৫  
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। 

বৃহস্পতিবার ভোরে টেকনাফের গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, সম্প্রতি গোদার বিল ও মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় সন্ত্রাসী চক্রের ছিনতাই, অপহরণ এবং পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে জবরদস্তি করে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নুর আহমদ (২৫) নামের একজনকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। 

তিনি বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, অপহরণ এবং মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের গোপন আস্তানা ও চলাচলের রুটও শনাক্ত করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক নুর আহমদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত অস্ত্র থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়