ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৩, ২৮ নভেম্বর ২০২৫
কুমিল্লায় বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইট ভাঙার ট্রাক্টরে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হুগুলিয়া মার্কাজ মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইট ভাঙার ট্রাক্টরকে পিছন দিক থেকে ধাক্কা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা দুজনের মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেছেন, “নিহত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়