ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২৮ নভেম্বর ২০২৫  
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য সরদার নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালমিছিলসহ বিক্ষোভ করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, শরীয়তপুরে-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম ঘোষণা করা হয়েছে। তার গ্রামের বাড়ি সংসদীয় আসন-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়।

আরো পড়ুন:

এদিকে, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সরদার কালুকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পক্ষের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন তারা। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তনের দাবি জানিয়ে মশালমিছিল ও বিক্ষোভ করেন তরা। মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজার গিয়ে শেষ হয়। এ সময় তারা সরদার নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতা সরদার চাঁন মিয়া বলেন, ‘‘কালু সরদার প্রবীণ রাজনীতিবিদ। তার হাত ধরে শরীয়তপুর জেলার সৃষ্টি। তিনি তিন বারের সংসদ সদস্য। তাছাড়া, জেলার অবকাঠামো তৈরিতে তার অবদান। তাকে উপেক্ষা করে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এই আসনের বহিরাগত। তাই অবিলম্বে তাকে পরিবর্তন করে কালু সরদারকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হোক। তাকে মনোনয়ন দেওয়া না হলে, আমরা বৃহত্তর কর্মসূচি দিব।’’

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, ‘‘আমাদের আসনে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের মনোনয়ন না দিয়ে ডামুড্যা থেকে বহিরাগতকে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই আসনে কালু সরদারের বিকল্প নেই। তাই তাকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাই।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়