বাড়ির কাজে ব্যস্ত ছিলেন মা, আড়াই বছরের আদিল ডুবল পাশের ডোবায়
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন মা রোজিনা আক্তার। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল তার আড়াই বছরের শিশুসন্তান আদিল মাহমুদ। মায়ের অগোচরে একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় শিশুটি। কাজের ফাঁকে ছেলের খোঁজ করে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে ডোবায় ভাসতে দেখেন শিশু আদিলকে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদিল মাহমুদ ওই গ্রামের রাশিদুজ্জামানের ছেলে।
খবর পেয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘‘শিশুটি সবার অগোচরে ডোবায় পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’’
ঢাকা/ইবাদ/রাজীব