ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারিগর আটক

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৯ নভেম্বর ২০২৫  
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারিগর আটক

অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড।

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড স্টেশন মহেশখালীর সদস্যরা কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায়। 

এসময় পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা এক অস্ত্র কারিগরকে আটক করা হয়। অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে এবং উদ্ধার করা আলামত মহেশখালী থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়