ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৯ নভেম্বর ২০২৫  
নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ আসামি গ্রেপ্তার

নাটোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অভিযান চালায়।

নাটোরের দুই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় অভিযান চালানো হয়। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযানে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিংড়ায় থেকে বিভিন্ন মামলার মোট ২৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। 

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।  
 

ঢাকা/আরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়